মোবাইল ফটোগ্রাফি /mobile photography bangla pdf download

বই এর নাম : মোবাইল ফটোগ্রাফি bangla pdf download
মোবাইল ফটোগ্রাফি bangla pdf book লিখেছেন : সাদমান সাদিক
স্লোগান : স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফি করার ট্রিকস
মুদ্রিত মূল্য : ২৭০.00 টাকা
মোবাইল ফটোগ্রাফি bangla pdf download
প্রকাশক : অধ্যয়ন প্রকাশনী
রিভিউ:-
বইটি সাদমান ভাইয়া উৎসর্গ করেছেন তার মা-বাবা এবং আয়মান ভাইয়াকে।
বন্ধুদের সাথে ঘুরতে বের হলেন অথচ পুরো ভ্রমণটিকে ঠিক মতো মোবাইলে ধারন করতে পারলেন না ! অথবা অনলাইনে কোনো কিছু বিক্রি করবেন কিন্তু যেই জিনিসটি বিক্রি করবেন তার ঠিক মতো ছবিই তুলতে পারলেন না !
দেখা গেলো সেটি আর বিক্রি হলো না । পরে দিয়ে দরকার পরে ফটোগ্রাফি করে এমন এক বন্ধুর । যদি এই কাজটি আপনার ফোন দিয়ে খুব অনায়াসে করা যেতো তাহলে কেমন হতো ?
তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যায় মোবাইল ফটোগ্রাফি বই এর রিভিউতে…..
মোবাইল ফটোগ্রাফি বইটি শুরু হয়েছে একটি সতর্কীকরণ দিয়ে ! ফটোগ্রাফির বাঁধাধরা কোনো নিয়ম নেই । এই বইয়ে কিছু বেসিক টেকনিক শেখানোর চেষ্টা করা হয়েছে ।
বইটি ভাগ করা হয়েছে তিনটি সেগমেন্ট এ ।
১…মোবাইল ফটোগ্রাফি হ্যাকস
২…মোবাইল ফটোগ্রাফি প্রো মোড
৩…মোবাইল ফটোগ্রাফি প্র্যাক্টিকাল এবং ফিলোসফি
প্রথম দিকটি শুরু হয়েছে মোবাইল ফটোগ্রাফির কিছু ট্রিকস এন্ড টিপ দিয়ে । যেমন কিভাবে ছবি তুললে ছবি ব্লারি আসবে না ।কিভাবে ছবি তুললে ব্যাকগ্রাউন্ড সুন্দর করে আনা যায় । কোন এঙ্গেল এ কেমন ছবি আসে । এছাড়া কোন দিকে লাইটিং ভালো হলে ছবি ভালো আসবে ।
এর পরে আমাদের সবচেয়ে অব্যবহৃত প্রো মোড নিয়ে আলোচনা করা হয়েছে । প্রো মোডে গিয়ে কিভাবে সঠিক ISO,Shutter Speed, Aperture,Manual Focus,White Balance সেট করে ভালো ছবি তোলা যায় তা ছবিসহ দেখানো হয়েছে ।
এরপরে থাকছে ছবি জমানো , নিজের প্রোটফলিও বানানো, RAW ফর্মেট, মডেলদের না হাঁসার কারণ সহ ফটোগ্রাফারদের চিরকালের দুঃখ নিয়ে কিছু টপিকস , যা পড়ে একজন পাঠক ফটোগ্রাফি নিয়ে অনেক কিছু জানতে পারবেন এবং তার স্কিল বাড়িয়ে নিতে সক্ষম হবে ।
এরপরে থাকছে মোবাইল লেন্স নিয়ে ছবি সহ একদম ডিটেইল কথাবার্তা । যা পড়ে কোন সময় কোন লেন্স ব্যবহার করবেন তা অনায়াসে জানতে পারবেন এবং একজন দক্ষ ফটোগ্রাফার হয়ে উঠতে পারবেন শুধু মাত্র আপনার মুঠোফোন ব্যবহার করে ।
ভিডিওগ্রাফি নিয়ে সাদমান ভাইয়া বেশ গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়েছেন এই বইটিতে । বইটি শেষ করা হয়েছে ফটোগ্রাফির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এডিটিং দিয়ে । কোন কোন এ্যাপস ব্যবহার করবেন তা জানিয়ে দেয়া হয়েছে এই বইয়ে । বইটি যেহেতু একটি টিউটোরিয়াল বই বেশিক্ষণ লাগবেনা পড়া শেষ করতে । তবে বেশিক্ষণ না লাগলেও আপনি বইটি পড়ে ফটোগ্রাফি সম্পর্ক বেশ ভালো ধারনা পাবেন এটা নিশ্চিন্তে বলতে পারি।
বিঃদ্রঃ মোবাইল ফটোগ্রাফি pdf download বইটি যাদের কেনার সামর্থ্য নেই তাদের জন্য পিডিএফ লিংক টি দেওয়া তাই যাদের কিনার সামর্থ্য আছে তারা অবশ্যই হার্ড কফি কিনুন।
তো আর দেরি কেন? এখনো কিনে ফেলুন সাদমান ভাইয়ার মোবাইল ফটোগ্রাফি বইটি।
লেখক পরিচিতি:-
বাংলাদেশী ইউটিউবারে সাদমান সাদিক, অনলাইন শিক্ষিকা এবং ইন্টারনেট ব্যক্তিত্ব। তিনি নিজের ইউটিউব চ্যানেল সাদমান সাদিকের জন্য বিখ্যাত, যার দেড় শতাধিক গ্রাহক এবং ৫ মিলিয়নেরও বেশি ভিউ রয়েছে। তিনি 10 মিনিট স্কুলের প্রধান সামগ্রী নির্মাতাও
প্রাথমিক জীবন এবং শিক্ষা
সাদমানের জন্ম 1995 সালে ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাংলাদেশি শিক্ষাবিদ আয়মান সাদিকের একমাত্র ভাই।
বাহক
সাদমান ২০১৩ সালে ইউটিউবার হিসাবে তার কেরিয়ার শুরু করেছিলেন। তিনি বাংলাদেশের বৃহত্তম অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম “10 মিনিট স্কুল” এর নিয়মিত লেখক।